আমার এদেশ
সুজন জাহাঙ্গীর
,
আমার এদেশ সবুজঘেরা সবুজ এদেশ জুড়ে
স্বাধীন আকাশ মুক্তমনা সব পাখিরা উড়ে,
এই দেশেতে রোজ প্রভাতে দোয়েল কোয়েল ডাকে
ছলাৎ ছলাৎ সুর হয়ে যায় নদীর বাঁকে কাঁকে,
সূর্য উঠে আকাশ ফুঁড়ে শিশির কণা হাসে
রঙ বেরঙের ফড়িংছানা ঘাসের ডগায় নাছে,
ক্ষেতের আলে ঠাঁয় দাঁড়িয়ে স্বপ্নবুনে কৃষক
রঙবাহারি কাঠঠোঁকরা কাঠ কেটে যায় ঠক ঠক,
হাওয়ায় ভাসে ফুলের সুবাস মন ভরে যায় খুব
গাছের ছায়ায় রাখাল ছেলে স্বপনেতে দেয় ডুব,
মাঠে দোলে সোনালি ধান শর্ষে মসুর ডাল-ও
হিম কুয়াশার পরস মেখে দিন কেটে যায় ভালো,
আমার দেশের নীলাকাশে রঙিন ঘুড়ি উড়ে
নবান্নে সব কৃষাণ পাড়া জাগে এদেশ জুড়ে,
কত শোভা মিশে আছে সবুজ শ্যামল মাঠে
বিকেল হলে আঁধার ঘনায় সুর্য নামে পাটে,
রাত নিশিতে মন ভরে যায় হাওয়ায় ভাসা গানে
পাহাড় বন ও ঝর্ণাধারা দেয় দোলা দেয় প্রাণে,
কী অপরুপ দেখতে লাগে আমার দেশের হাসি
রক্তে কেনা এদেশ আমার দেশকে ভালোবাসি,
,
কোম্পানীগঞ্জ নোয়াখালী থেকে