সোনাঝরা ধান
সুজন জাহাঙ্গীর
,
ধান পেঁকেছে চাষির ক্ষেতে
ধান পেঁকেছে ধান,
হলুদ পাঁকা ধান'রা ছড়ায়
মিষ্টিমধুর ঘ্রাণ।
,
মাঠভরা ধান যাই ছুটে যাই
রোজ-ই ক্ষেতের পানে
আমায় কাছে টানে।
,
ধানের ক্ষেতে ধানশালিকরা
দেয় মাতিয়ে গানে,
ধান'রা হাওয়ায় দোল খেয়ে যায়
সুর ছুঁয়ে যায় কানে।
,
ধান যে আছে আমার দেশের
সব মানুষের প্রাণে
ব্যাকুল এ মন জানে।
,
মুগ্ধ আমি মুগ্ধ যে হই
ধান দেখে সবখানে,
সোনাঝোরা ধান'রা আমার
ছড়া লেখার মানে।
,
কোম্পানীগজ্ঞ,নোয়াখালী থেকে
০১৮২৩১৪৫৬৯২।