আম্মু এবার ঘুমা
সুজন জাহাঙ্গীর
,
রাত্রি নামে আস্তেকরে
ঘুম কী যাবিনারে ওরে
একটু এবার ঘুমা,
আম্মু তোর এ দুগাল ভরে
ছোট্টসোনা আদর করে
পাঁচটা দেবো চুমা
আম্মু এবার ঘুমা।
,
খেললিতো সেই বিকেল থেকে
ঘুমপরিকে এবার ডেকে
চোখেরপাতায় নামা,
নাহলে শাকচুন্নী এসে
নিয়ে যাবে তাদের দেশে
জলদি ঘুমা না মা।
,
ঘুমগেলে তুই হবি বড়
আম্মু এবার ঘুমা
ঘুমের দেশে রাণিবেশে
নাচবিরে তুই হেসে হেসে
ঝুম ঝুমাঝুম,ঝুমা
আম্মু এবার ঘুমা।