হেমন্তের- ই  এক প্রভাতে খুব কুয়াশা
চলছি পথে চোক্ষে লাগে খুব ধোঁয়াশা।
,
ঠাণ্ডা হাওয়ার শিতল পরশ গা শিরশির
দূর্বা ঘাসের শিশির কণা পা করে ধীর।
,
চতুর্দিকে মৌ মৌ করে ধানের গন্দ
খেজুর গাছে টুপ টুপা টুপ দারুণ ছন্দ।
,
মিষ্টি মধুর পাখির গানে হৃদয় ভরে
বৃষ্টি তো নয় হিম কুয়াশা অঝোর ঝরে।
,
বৃক্ষ্লতা ঠাঁয় দাঁড়িয়ে শিশির মাখা
রঙিন ডানার প্রজাপতি মেলছে পাখা।
,
পূব দিগন্তে সূর্য উঠে ফুটলো ভূবন
হেমন্তের- ই এক প্রভাতে সাজলোরে মন।