অনেক বছর তোমার প্রতীক্ষায় আমার দিবারাত্র
কোকিলের ডাকে সহস্র অনুক্ষনে তোমার প্রত্যাশা,
কখনো প্রদীপের পাদদেশ কখনো আলোকিত দেশ
প্রতীক্ষার সাতপাকে বাঁধা পড়ে নিগূঢ় স্বপ্নবাসা।


একদিন তুমি আর আমি আবেগের স্রোতে চেপে
অনন্ত ভালোলাগার দেশে পাড়ি দিয়ে রাতজাগা,
তুমি বাস্তবতা না হোক স্বপ্নলোকে আমার সঙ্গী
এভাবেই থাকবে জোস্না আকস্মিক ভালোলাগা।
দূর থেকে তোমাকে দেখা ঠিক চন্দ্রোলোকে দৃষ্টিপাত
আমি অনেক গোপনে নিঃশেষ হই অনেক পড়া দ্বন্দ্বে,
একটি ফুলের চারা বেড়ে উঠে চলেছে আঙ্গিনায়
যেদিন ফুল ফুটবে তুমি অন্তত এসো স্বপ্নের শেষ প্রান্তে।


কত রাত জেগে যাওয়া পাখির ক্লান্ত ডাক
আর ঘুমাবো না বাকি সময় এভাবেই বয়ে যাক।