সমুদ্রের বিশালতা
ছুঁয়ে দেখার আনন্দটা
যতই মধুর হোক না কেন।
উপকূলের সামনে দিয়ে
জাহাজটা ভিরলে
কোথাও জানি একটা
নোঙর ফেলা প্রয়োজন।
শৈশবের হামাগুরি ছেড়ে
উঠে দাড়ানোর পর পরই
আমাদের জার্নিটা শুরু হয়ে গেছে।
আমরা সবাই ছুটছি,
কারো গতি মন্থর
তো কারও আবার গতিশীল।
উদ্যেশ্যহীন মানুষ
নিভে যাওয়া প্রদীপের মতো।
সবাই কমবেশি কোনো না কোনো
উদ্দেশ্য নিয়ে ছুঠছি,
যে যার নিজস্ব পথে।
কিন্তু একসময় আমরা
সত্যি হাঁফিয়ে যাই।
খাঁড়ি পথে নৌকা আটকে গেলে
ওই জলে ভাসা
নৌকাটাও ভারী লাগে।
আর তখনই প্রয়োজন
জাহজটার মতো,
আমাদের জীবনেও নোঙর ফেলার।  
আবার নতুন করে শুরু করার জন্য।


সুজয় দাস