মানুষের মন,
খুব একা লাগে এই পৃথিবী
যখন আপন থাকে দূরে,
মন হারিয়ে যায়
অতীতের অতল গহ্বরে।
ঘুম না আসা চোখের পাতায়
স্বপ্নেরা ছোটাছুটি করে,
এক-রাশ যন্ত্রনার বোঝা বুকে নিয়ে
লুকিয়ে কাঁদে এই মন।
একে একে সব
স্বপ্নের সাজানো ফুলগুলি
ঝরে পরে ধুলায়,
রাত নামে
নিস্তব্ধতা গ্রাস করে চারিদিক।