বেশ, তবে চলো যাওয়া যাক সেই দেশে
যে দেশে, কেউ কোত্থাও নেই!
কেউ চিনবে না আমাদের,  
গায়ে পড়ে ভাব জমাতেও চাইবে না কেউ।


একটা বাড়ি থাকবে সেই দেশে
থাকবে না কোনো দরজা বা জানলা;
তাই দ্বারবানেরও প্রয়োজন হবে না,
কারণ প্রতিবেশীও থাকবে না কেউ আসার মত


অসুখে পড়লে কেউ খোঁজ নেবে না
না করবে কেউ যত্ন, সেবা
আর ভবলীলা যখন সাঙ্গ হবে
শোক জানাতেও আসবে না কেউ;


চলো তবে, সেই দেশে গিয়ে থাকি।