এত যে দম্ভ, এত যে বড়াই করো!
অহঙ্কারে (মাটিতে) পা পড়েনা বড়;
মৃত্যুভয়ে সবাই জড়োসড়ো।


এত তো শক্তি, অস্ত্রসম্ভার গড়ো!
অকারণেই লক্ষ কোটি মারো;
মৃত্যুভয়ে সবাই জড়োসড়ো।


এত যে চাহিদা, এত যে আঁকড়ে ধরো!
অন্যের কেড়ে নিজের খামার ভরো;
মৃত্যুভয়ে সবাই জড়োসড়ো।


এত আস্ফালন, আত্মকেন্দ্রিকতা!
অপরের দিকে তাকিয়েও দেখো না তো?
(এখন) নিজের দুর্গে নিজেই ভয়ে মরো!
মৃত্যুভয়ে সবাই জড়োসড়ো।


(এখন) তুমি হয়েছো জড়োসড়ো
(দেখো) পৃথিবী সবুজ হয়েছে আরো,
(এখন) তুমি হয়েছো জড়োসড়ো
(দেখো) আকাশ নীল হয়েছে গাঢ়,
পাখিরা ফিরেছে, মাছেরা খেলছে দেখো;
বাকিরা জিতেছে, (এবার) তুমিই না হয় হারো।