দুঃখ একটা আছে।
থেকে যায়।
কেউ কারো দুঃখ নিতে পারে না।

তুমি ঘুমিয়ে আর আমি জেগে
অথচ দুজনেই স্বপ্ন দেখেছিলাম এক
'বাবা চাল নিয়ে বাড়ি ফিরবে '
অথচ কেউ কাউকে বলতে পারি না।

এই ঠান্ডা দেহে অন্তত তোমার চোখের পলক পড়ুক
বাবা ---