তুমি কি এখনো, আমাকেই ভালোবাসো?
আমার ছবি আনমনে, এখনো তেমনই আঁক?
একটি দিন কথা না হলে, মনমরা হয়ে থাক?
এখনো কি নাড়া দেয় আমার কথা?
খামে পুরে রাখা চিঠির অপেক্ষায়,
আছে সেই ব্যাকুলতা?
একটিবার দেখার জন্য, মন চঞ্চল থাকে?
এখনো কি খোঁজো আমায়, নগরের বাকে বাকে?
নাকি বদলেছে সবই, কালের বিবর্তনে?


এখনো কি কবিতা পড়ো?
সুনীল কিংবা জীবনানন্দে, আমার উপমা খোঁজ?
আমার ছবি দেখতে গিয়ে, সময়কে স্থির বলো?
এখনো কি গান শুনো?
মান্না কিংবা হেমন্ত শুনে,  দুচোখ সিক্ত হয়?
শুষ্ক চোখের গভীরতা মাপার, ইচ্ছা এখনো হয়?
নাকি বাধা পরেছে, নব প্রেমজালে?


এখনো কি তোমার শুভ্র সকাল, আমাতেই শুরু হয়?
বিকাল গড়িয়ে সন্ধ্যাও কি, আমাকে ভেবে নামে?
এখনো নির্ঘুম রাত্রিবেলা, আমাতেই শেষ হয়?
এখনো বলো, রাখবে মাথা আমার বুকের বামে?
এখনো মনে পড়ে আমায়, শত ব্যস্ততার ভিড়ে?
নাকি সকল সুখ খুঁজে পেয়েছো, নতুন আখির নীড়ে?