আমিতো আর কবি নই,
যে উপমা দিয়ে তোমায় বর্ণনা করবো,
ছন্দের ভেলায় ভাসাবো
কিন্তু বিখ্যাত কবিদের  কবিতায়, ছন্দে, উপমায়
তোমাকেই খুঁজে পাই।


আমি কোনো গল্পকার বা ঔপন্যাসিকও নই
যে তোমায় গল্পের মাঝেই
সাত সমুদ্র আর তের নদীর ওপার ঘুরিয়ে নিয়ে আসবো
কিন্তু তোমায় নিয়ে প্রতিরাতেই
এই স্বপ্নের রাজ্যে ঘুরে আসি।


আমি কোনো চিত্রশিল্পীও নই
যে তোমায় রামধনু থেকে রঙ ধার নিয়ে
ক্যানভাসে আঁকবো
কিন্তু স্মৃতির ক্যানভাসে, হৃদয়ের রঙে
তোমার অসামান্য ছবি একেছি।


আমি কোনো বাচিকশিল্পীও নই
যে তোমায় কথার মালায় সাজাবো,
বাক্যের পানশিতে ভাসাবো
কিন্তু সাধাসিধে উপমাতেই
তোমাকে বর্ণনা করার চেষ্টা করি।


আমি এত সাহসীও নয়
যে সামনে দাঁড়িয়ে
মনের সব কথা বলে দিবো
কিন্তু ভালোবাসি।