আশ্বিন মাসের শুক্লা দ্বাদশী, এক স্মরণীয় দিন
প্রথমবার যে দেখেছিলাম তাকে।
মুখপানে দেখতে দেখতে কখন যে
গোটা প্রহর কেটে গিয়েছিল, টেরও পাইনি।
কখন যে বাতাসের সাথে তাল মিলিয়ে
ঈশান কোণে হারিয়ে গেছে.....
শরতের পরিষ্কার আকাশে,
নির্মল বাতাসের সাথে পাল তোলা
শুভ্র মেঘের ভেলায়ই কি পাড়ি দিয়েছ?
নাকি পুরোটাই আমার কল্পনা ছিল?


তাকে বর্ণনা করার মত কোনও বিশেষণই আমার জানা নেই
বাংলা শব্দভাণ্ডারও কি পারবে তাকে বিশেষণ দিতে?
মুখে যেন শুভ্র মেঘের প্রশান্তি,
ও চোখের গভীরতা কি আর পরিমাপ করা যায়....
আর চুল?
চুলের সাথে তো বনের সবুজকে আলাদাই করতে পারলাম না


তারপর থেকে আমার সবটুকু কল্পনা জুড়ে শুধুই সে,
সে কী শুধুই কল্পনা?