না, সে চোখ নিয়ে কিছুই বলবনা,
যেন কৃষ্ণবিবর সম ছিল সে চোখ,
সমস্ত সময়কে গিলে খেয়েছিল সে চোখ,
জোতির্বিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞানের মিলনও এনেছিল সে চোখ।
না সে চোখ নিয়ে কিছুই বলার নেই
সুনীল গঙ্গোপাধ্যায় কে উপমা দিয়েছিল সে চোখ,
তিন মিনিটের দেখাকে,
কাল স্বপ্নে ছুড়ির মত বিধিয়ে রেখেছিল সে চোখ।
না, সে চোখ নিয়ে কিছুই বলবনা
আমাকে লজ্জা ভুলিয়েছিল সে চোখ,
ভিড়ের মাঝে নির্লজ্জের মত তাকাতে বাধ্য করেছিল সে চোখ।
না, সে চোখ নিয়ে কিছুই বলবনা
আমাকে কলম ধরাতে বাধ্য করেছে যে চোখ
তাকে নিয়ে কিই বা বলার আছে?