তোমায় শেষবার দেখেছিলাম কোনও এক শারদপ্রাতে
তোমায় ও নীলাকাশ এক হয়ে যেতে।
ছিল তোমার চুলের মত মেঘ ছড়ানো,
তোমার মায়া দিয়ে ছিল জড়ানো
এ আকাশে।
সূর্যের কিরণ বলে যায়,
পাখিরাও গান গায়
যেন সেই সুরে এ হৃদয় আকাশে।
সেদিন এ মন ধায়
যেতে চায় মেঘের ভেলায়
চড়ে, ও স্বপনেরও রাজ্যে।
যেখানে নেই ভয়, তোমাকে হারাবার,
যেখানে ক্ষণ শুধু, তোমারেই পাইবার।
যেখানে আমি যামিনী হলে তুমি শশী
ক্ষণ শুধু বয়ে যাবে আর
দেখিব তোমারে তব সম্মুখে বসি।
এভাবেই তোমারে দেখিবার পালা সাঙ্গ হল
আমার কল্পনার রাজ্যও ধ্বংস হল
কোনও এক বৈরীর আক্রমণে,
তুমিও গেলে চলে
আমাকে না বলে
হল না বলা কথা তোমার সনে।
এখন শুধু বসে একা
ভাবি সেই শেষদেখা।