বার্ধক্যের নিঃসঙ্গতায় যখনি জীবন হবে বিষাদময়,
করিও স্বরণ খুলিয়া পুবের জানালা।
খুঁজিও আমায় সূর্য কিরণে-
মুক্তির পথ দেখাব অমলিন বদনে।


বহুদূর পাড়ি দিয়ে যখনি হবে ক্লান্ত,
করিও স্বরণ বসিয়া দুয়ারে।
খুঁজিও আমায় গাছের সবুজে-
মুক্তির পথ দেখাব শীতল স্পর্শে।


রাত্রিকালে দৃষ্টি যখন আটকে যাবে অন্ধকারে,
করিও স্বরণ দাঁড়ায়ে উঠানে।
খুঁজিও আমায় আকাশ নীলে-
মুক্তির পথ দেখাব ধ্রুব তারা হয়ে।




১৮ অগ্রহায়ণ, ১৪২৪ বঙ্গাব্দ।
উত্তরা, ঢাকা।
বাংলাদেশ।