স্বর্নালি ধান ক্ষেতের বিপরীতে সুবিশাল বৃক্ষরাজি মাথা নিচু করে এখনো ছায়া দিচ্ছে,
রাজপথের পাশে পরে থাকা বৈদ্যুতিক খুটিটাকে।
সূর্যদেব অস্ত যেতে বিলম্ব করলেও
ভবঘুরেদের উপস্তিতের বিলম্ব দেখেনি সেখানকার সদ্য জন্মান  কচি ঘাস গুলো।
সেই মুখরিত মিলন মেলা আজ নিস্তব্ধ।
সময়ের পরিবর্তনে ঘাস গুলোও বর্ষীয়ান।
আজও তারা প্রতীক্ষায় সেই ভবঘুরেদের।
হয়তো সেই প্রতীক্ষা চিরন্তনের।