আমি নবী্ন, আমি নতুন
      ঘুচাব যত অন্ধকার
আছে যত প্রাচীন ।
      আমি নতুন কুড়ি
আমি ফুলের ঝুরি ,
      আমি   নবীনের গান
আমি যে চাদ,
        আমি নক্ষএ
আমি ভবিষ্যতের প্রাণ ।
     আমি ঝড়,
         আমি হুঙ্কার
আমি হারিকেন
        আমি চিৎকার ।
নিঃশেষ করি যত বিপদ
       আছে যত  ঝঞ্ছা ,
গ্রাস করি তত শোষণ
        আছে যত অন্যায়
এটাই আমার জীবন
        ইহাই আমার পন্থা ।
আমি মহাসমুদ্র
        আমি মহাকাল
আমার স্রোতে ভাসে
       আছে যত  জঞ্জাল ।
আমি রাখিনা কোনো বিভীষিকা
       হই না কখনো ম্লান
দেখিনা কোন মরিচীকা
        দেখি শুধু জয়
আর দেখি আহবান ।
        সবার তরে থাকি আমি
চলি সবার মাঝে,
        সবার কূলে ভাসি আমি
সবার মাঝে বিরাজমান ।
       এসো নতুনের ছায়ায়    
নতুন ক্যানভাসে,
      এই নবীনের গানে
সকল দুখেরা হাসে ,