কে তুমি ?
            তুমি কি আমার
      সেই অন্তস্পর্শী
            যার স্পর্শে ফিরে পাই
     আমার মনের
            স্বপ্নীল জীবন দর্শন ।
     তুমি কি আমার সেই
            শীতলপুরীর হিমালয়
     যার   শীতলতায়
            আমার উত্তাল মন
     জুরিয়ে আসে ।
           নাকি তুমি সে
     মহাস্রোতের স্রোতস্নিনী সুর
           যার কন্ঠ আমার
     মস্তিষ্ক দুলিয়ে দেয়,
           আর আমি দুলি
      আমার স্ব্প্নপুরীর
             নাগরদোলায় ।


      তুমি কি আমার
             ভাবুক চোখের দর্পণ
      তোমার ভোমড়া কালো
             টানা টানা চোখ দুটোর মাঝে
       খুজে পাই আমার
             কাব্যিক যত ছন্দ ।
      আমার দিশেহারা মন
             বলে দেয় যেন
      তাকিয়ে আছ তুমি
            অবাক নয়নে ,
     আর আমি চমকে উঠি
          কারন ছিলাম আমি
     তোমার চিন্তায় বিভোর ।
         তুমি কি সেই
    বিশালতার উপমা
         যার মাঝে আমি
     হারিয়ে যাই,
          আর তোমার ভালবাসা
     লুকিয়ে রাখে আমাকে
          পায় না খুজে কেউ ।


    তুমি কি সেই
         বিরহিণী নারীর অটলছায়া
     যার মায়ার আঁচলে
          আমি খেলি লুকোচুরি ।
     তুমি তো তুমি
          আমার  অন্তস্পর্শী
     আমার ধুলোমাখা পথের
          জীবন মহীয়সী
     আমার তালপাতা গৃহের
         অপরুপা গৃহী ।
     তুমি তো আমার
          সেই তিলোত্তমা অনুপমা
      যার মাঝেই ছিল আমার
          সকল সুখ জমা ।
     তুমি আমার মহাকালের
          একাকীত্বের সাথী
      যার অনুভবে
          জ্বলছে আমার
     স্বপ্নময় জীবন বাতি ।


     তুমি যে আমার ওগো
          লাবণ্য  মোহিনী,
     যেখানে লোভ লালসা
          মহাস্রোতের তলে
     হারিয়ে যায়  ।
           তুমি তো তুমি
     আমার অতুলনীয়া ,
            তুমি আমার
     আমার অন্তস্পর্শী ।