এই আমার দেশ
           স্ব্বাধীন হয়েছে রক্ত দিয়ে
     লক্ষ প্রাণ করে শেষ ।
         স্বাধীনতা নামক সূর্যটি
     ছিনিয়ে এনেছে যারা,
        জীবন বাজি রেখে যুদ্ধ করেছে
     দেশের জন্য তারা ।
          নির্মম সেই হানাদাররা
     কত মানুষের প্রাণ নিয়ে
          করল তারা খেলা,
     তাদের অত্যাচার নির্যাতনে
           হয়ে গেল এদেশের মানুষ
    পাগল দিশেহারা ।
          এমন সময় বাংলা মায়ের
    সব দামাল ছেলেরা
         মুক্ত করতে দেশকে,
    ঝাপিয়ে পরল তারা
          পাকিস্তানিদের উপরে ।
    কত প্রাণ যে উৎসর্গ হলো
          নাই যে তার শেষ ,
    ত্রিশ লক্ষ শহিদের বিনিময়ে
        স্বাধীন হলো আমার বাংলাদেশ ।