আমার বাড়ীর ফুল বাগানে
      কত ফুল ফুটে
   পাখপাখালি প্রজাপতি
      নানান মজা লুটে।
গোলাপ, বেলী, জুঁই, চামেলী
     কত ফুলের মেলা
আমার সাথী সব ফুলেরা
      নই আমি একেলা।
ফুলের সুরভি মিষ্টি গন্ধে
      মৌমাছিরা আসে ছন্দে
মধু জমা করতে তারা
      হারিয়ে যায় কত আ্নন্দে।
ফুলের মালি হয়ে আমি
     করি কত খেলা
গুন গুনাগুন গান গেয়ে যাই
     কেটে যায় বেলা।
আমার বাগান সবার বাগান
     আসতে নেই মানা
ফুলকে সবাই বাসবে ভাল
     এটাই আমার জানা।।