মানুষ হিসেবে আমি কি চাই বলতে পারো
      কিসের নেশায় মত্ত হয়ে মরি কষ্টে আরো ,
      একি নেশা নাকি সবার মনে থাকা সুপ্ত আকাঙ্খা
      কেউ কি চায় বলো সদিচ্ছা ছাড়া দুঃখ হাওয়ার পাঙ্খা,
      বিদ্যা বোঝাই আর বিদ্যা খালি সবাই একটাই বোঝে
      ভালবাসা বিনা বলো কেউকি একটুখানি সুখ খুঁজে।
      তরতরিয়ে দুঃখ আসে ,আসে কোথা থেকে
      কেমন করে কুসুম মনে হানা দিতে থাকে।
      মনের চাওয়া হইনা পূরণ যদি আসে অনেক বারন
      আশার নেশা যায় কেটে যায় পায়না খুঁজে কোন কারন,
      ঘুরেফিরে একটি জিনিস ভালবাসাই খোজে
      না পেলে ভাই হায়রে ওগো দুখগুলো গুজে।
      একটি চাওয়া,একটু চাওয়া শুধুই ভালবাসা
      ক্ষণিকের এই জীবনে মেটায় কে সে আশা ,
      মানুষ হিসেবে আমি যা চাই সবাই তা চায়
      না পেলে ভাই সবার তরেই জীবন বৃথায়।