সুয্যি মামা ডাকলে পরে
   আনন্দে আমি চোখটা খুলি
   তাইরে নাইরে বেরাই উড়ি
   মনের মাঝে ইচ্ছে ঘুড়ি
   বিহঙ্গ হয়ে পাখা মেলি
   সুগন্ধ ছড়াই হয়ে ফুলের কুঁড়ি।
   মনের মাঝে সাধের ডুলি
   গান হয়ে যায় আমার বুলি,
   রাঙ্গাই ভুবন আমার মতো
   নিয়ে রঙের কত তুলি।
   আনন্দেরই মিষ্টি সুখে
   ছড়াই মোরে সবার দুখে
   সকল মাঝে হারাতে চাই
   সবাই হবে আমার ভাই।
   মনের মাঝে এই রেখাপাত
   থাকবেনা’ক হিংসা  সংঘাত
   জ্ঞান পিপাসু হয়ে আমি
   ধরার সকল কোনেই থামি,
   সৃস্টি কূলের উল্লাসে তাই
   জ্ঞানের ঝুড়ি বাড়িয়ে যাই
   খুলি রহস্য সমুদ্র তলে
   ডাঙ্গার সব জ্ঞান আমার বলে।
   জ্ঞানের আলো ছড়িয়ে দেবো
   অন্ধকারে জ্বালিয়ে নেব,
   সবার মাঝে বিলিয়ে সে জ্ঞান
   সুখের দেখা দেখিয়ে দিব।
   খেই হারাব না কোন হেলায়
   যেন যায় না মান কোন বেলায়
   বাধন খুলে বন্ধুর বন্ধন
   থাকবে আমার জীবন পণ
   বিলিয়ে সুখ সবার তরে
   দুখগুলো আমার আখরে।
   বিশ্বের এই বিস্মিত সুখ
   চাইনা ভরাতে আমার বুক
   মানব সেবায় ছড়িয়ে গিয়ে
   বিধির দেখা নিব নিয়ে।