ওই আকাশ বলে তুমি উদার
নদী বলে আমার
ওই সাগর বলে তুমি বৃষ্টি  
আমি বলি কার ।
ওই পাহাড় বলে তুমি বিশাল
মাটি বলে আমার
ওই রঙধনু বলে তুমি দৃষ্টি
আমি বলি কার।
ওই বৃক্ষ বলে তুমি সরল
তরু বলে আমার
ওই মরুভূমি বলে তুমি শীতল
আমি বলি কার।
ওই সুরুজ বলে তুমি আলো
শশী বলে আমার
ওই গোধূলি বলে তুমি স্নিগ্ধ
আমি বলি কার।
ওই তারারা বলে তুমি মিটিমিটি
শুক্র বলে আমার
ওই জোছনা বলে তুমি রূপালী
আমি বলি কার।
ওই কৃষ্ণচূড়া বলে তুমি বসন্ত
কোকিল বলে আমার
ওই গন্ধরাজ বলে তুমি উষ্ণ
আমি বলি কার।
সবাই বলে তুমি সবার
আমি বলি আমার...।।