আমি বাঙালি বাংলার গাই জয় গান,
আমার মাতৃভাষা বাংলা বাংলাই আমার প্রাণ।


আমি গুজরাটি দেখেছি, মারাঠি দেখেছি, দেখেছি আরো বিহারী, উড়িয়া,
তেমন আর তো কোথাও দেখিনি বাঙালির মত দিল দরিয়া।


যেই দেশেতে জন্ম আমার সেই তো আমার দেশ বাংলা রে,
যেখানে যাই সেখানেই দেখি রবীন্দ্রনাথ, বিবেকানন্দ রে।


পূর্ব বাংলা, পশ্চিম বাংলা সব বাংলাই একাকার,
আমি ভেদ দেখি না সবই সমান আসাম,ত্রিপুরা আবার।


সেই কলকাতা থেকে দিল্লি ভাষা আমরা যাই বলি,
আমার জাতীয় সংগীত বাংলাতেই শুনতে পাই খালি।


তাই তো বলি আমার বাংলা ভাষা প্রানের ভাষা ভাই রে,
এমন মাতৃভাষা আমরাই ভালোবাসি এমন তো আর কোথাও নাই রে।