শিলিগুড়ি থেকে দার্জিলিং লম্বা আঁকাবাঁকা রাস্তা,
এমন ভাবে যাচ্ছি হেলে দুলে মনে হচ্ছে যেন বস্তা।
যেতে যেতে দেখলাম উঁচু উঁচু পাহাড় আছে দাঁড়িয়ে,
রাস্তার ধারে লম্বা লম্বা গাছ আছে ঠিক হাত বাড়িয়ে।
রকমারি রং বেরঙের পাহাড়ি ফুল আছে ঠিক ফুটে,
রাস্তা গুলো ময়াল সাপের মত তাতেও গাড়ি যাচ্ছে ছুটে।
যেমন পাহাড় তেমন সাজানো ঘর ধাপের পর ধাপ,
যেমনি উঁচু তেমনি নিচু মাঝে রাস্তা গেছে বাপরে বাপ।
নতুন নতুন জিনিস কিছু দেখতে পেলাম কাছে,
অদ্ভুত রকম জিনিসগুলো সব সবজির সাথে আছে।
দার্জিলিং এর টয়ট্রেন সব ঝিকঝিক করে চলে,
আগে জানতাম না শুনেছি লোকে যে যা বলে।
দার্জিলিং টা ভীষণ ভালো কুয়াশার মতো আকাশ।
সব সময়ই খুব সুন্দর বইতে থাকে ঠান্ডা ঠান্ডা বাতাস।
সবুজে ঘেরা চা বাগান পাহাড়ের চূড়া বরফে ঢাকা,
শীতের পোশাক ভীষণ দামি কিনতে গেলে অনেক টাকা।