এবার লম্বা ছুটি ঘুরতে যাব দেশ,
পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তরপ্রদেশ।
দেব দেবীর মন্দির কোথায় কত,
কি কি নামে আছে জগৎ বিখ্যাত?
শিব মন্দির রাম মন্দির স্বর্ণমন্দির,
দেখব বলে বাহির হব গৃহ গণ্ডির।
কোথায় কার রাজার প্রাসাদ কেমন?
ঐতিহ্য ইতিহাস তাও জানব যেমন।
কেমন লাগে দেখতে রাজ্য গুলো?
কেমন তার শাসন ব্যবস্থা ভালো!


পাহাড় আছে পর্বত আছে সমুদ্র নদী,
সবই দেখার আশা সময় না হয় যদি।
থাকতে হবে গাছের তলায় রাত ভোর,
একটাই তো ভয় কেউ যদি ভাবে চোর!
তেমন হলে যেতে হবে কোনো আশ্রম,
ভোজন পেতে দিতেও হবে সেবা শ্রম।
সন্ন্যাসীরা যেমন করে করতে নকল,
অনেক কিছু ত্যাগ করলে পাব ফল।