ছোট্টো গাঁয়ের পথটি বেয়ে ,
যাচ্ছে খোকা নিজের গাঁয়ে ।
গাঁয়ে মা আছে একলা ঘরে
দু'বছর সাদা কাপড়ই পরে ।
মাকে ভালোবাসে ভীষ খোকা,
তবো থাকে মাকে ছাড়া একা ।
খোকা থাকে অনেক দূরে,
চাকরি করে আমীরপুরে ।
বছরে আসে একটি বার ,
মাস না ফুরাতেই যায় আবার।
ঘরে আলো করে প্রদীপ জ্বালে মা
খোকা এসেছে দ্বারে রেখেছে পা.
কদিন খোকার পুজায় কাটে গাঁয়ে,
আনন্দে দ্বিগুন হয় খোকা মা-এ।
পুজোর পরে যাবে গাঁ ছেড়ে
খোকা যেখানে চাকরি করে ।
মাকে বলে সে নিয়ে যেতে
থাকবে সেখানে খোকার সাথে।
মা খোকার কপালে চুমু খেয়ে
খোকাকে বলে কর একটা বিয়ে ।
সাত পুরুষের স্বামীর ভিটা ছেড়ে
যেতে পারি খোকা কেমন করে ?