মাগো, আমায় গল্প বলো ঘুম আসে না চোখে,
আমি তোমার খোকন, ঘুমব কোলে মাথা রেখে।
কত দিন ঘুমপাড়ানি গান শুনিনি তোমার কাছে,
'খোকা ঘুমলো পাড়া জুড়োলো' গান কত আছে।
মাগো, তোমার কোল ছেড়েছি অনেক দিন হল,
আজও আমার ঘুম আসে না একটা গল্প বল।
কবে হলাম বড়ো? বেশ ছিলাম তোমার কোলে,
মাগো, রোজ দুপুরে ঘুম করাতে গল্প খানি বলে।
সেই ছোট্ট ছিলাম যখন আদর করে খাইয়ে দিতে,
এখন আমায় কেউ খাওয়ায় না, খাই নিজেহাতে।
কেনো মা এমন হলো? যদি সেই ছোট্টটি থাকতাম,
আজকেও তোমার কোলে তেমনি করে ঘুমাতাম।
সারাদিন সারাবেলা নানান কাজে ব্যাস্ত থাকি মা,
দিনের শেষে হিসেব মেলাই কত খরচা কত জমা।
ছোট্ট ছিলাম যখন, চিন্তাছিল না কি করব না করব!
এখন বড়ো হয়েছি যত ভাবনা কি করে সামলাব?
ইচ্ছে করে এখনি ছুটে চলে যাই সব কিছু ফেলে,
একটু শুধু শান্তিতে ঘুমবো মাগো, তোমার কোলে।
কারো বকুনিতে রাগ করলে রাগ ভাঁঙাতে মা তুমি,
কাঁদলে চোখের জল মুছেদিতে ভুলে যেতাম আমি।
মা, সেইদিন গুলো যদি আসত ফিরে আমার কাছে,
দুঃখ বলে কিছু থাকত না আর যেতাম আমি বেঁচে।
নানা লোকে নানা কথা বলে শুনে চলি পথে ঘাটে,
কারো কথা ভালো কারো কথায় রেগেই যাই চটে।
মাগো, তোমার মতো কেউ বলে না মিষ্টি করে কথা,
তুমি তো বলতে না, কেনো লোকে মন্দ বলে যাতা?
ছোট বেলার দিন গুলো মনে পড়ে ঘুমতে পারিনা,
ঘুমের ঘোরে বলেই ফেলি 'মা, মাথাটা টিপে দাওনা'।