ঘর ছেড়েছি একেলা।
থাকতে হয় অচেনাদের সাথে,
একটাই ভয় কার সাথে কখন কি হয়।
ভয় থাকে ঘরের
ঘরে মা বাবা তাদের কিছু হলে?
ঘরে থাকি বা বাইরে,
ঝগড়া ঝাটি বিপদ আপদ
এতো সব যাগাতেই থাকে,
বন্ধু বন্ধুদের সাথে কখনো বা
অন্য কাদেরও সাথে।
সবাই তো আমার মনের মত নয়,
আমিও সবার মনের মত নই তাই হবে।
সবার সাথে তাল মেলাতে চাই আমিও,
কিন্তু মিথ্যা অসত্য অন্যায়কে তো আর
মেনে নিতে পারি না।
সেটাই সব থেকে বড়ো আমার জীবনে অসুবিধা।
তার জন্যেই সবার থেকে আলাদা।
আর একা আমি শুধু আমি।