একটু দেখা তাতেই কত ভালো লেগে গেল,
তার নীল শাড়ীর আঁচল হাওয়াতে ওড়ছিল।
তাকে তো চিনিনি আগেও কখনও দেখিনি,
নামটা যে কি কোথায় থাকে তাও জানিনি।
আমার মনে মনে কত প্রশ্ন জাগতে শুরু করল,
সব কিছু বদলে যাচ্ছে হঠাৎ কি যে হয়ে গেল।
আমি ব্যস্ত হয়ে ওঠচ্ছি কে শুধু জানার জন্য,
কি ভাবনা শুরু করেছি আর কি দেখছি স্বপ্ন।
যেন রাজকুমারী আমার চোখে স্বপ্নের ভিড়ে,
সে জানে না দেখেছি তাকে রাস্তার মোড়ে।
কাকে বলব আমি যে তার প্রেমে পড়ে গেছি,
শত লোকের ভিড়ে আমি তাকেই দেখেছি।
সাহস করে এগিয়ে গিয়ে-কে নীল শাড়ি পরে?
কিছু সে বলল না দেখল শুধু পিছন ফিরে।
চোখটা দাঁড়িয়ে গেল তার চোখে চোখ রেখে।
মধুর কণ্ঠে বলল সে আমি রানী তুমি কে?
নাম শুনে আনমনা হয়ে গেলাম যে কখন,
কি ভাবচ্ছ এতো ছেড়ে দাও আমার পেছন।
আমি কিছু ভেবে পেলাম না কেনো বলল,
নীল শাড়ির আঁচলটা উড়িয়ে আবার চলল।
ও রানী একটু দাঁড়াও শুধু একটা কথা বলব,
আমি তোমার চলার পথে এক সাথে চলব।
আমার কথা শুনা মাত্র থমকে যেই দাড়াল,
বিধবা রানীর শাড়ির আঁচল উড়তে লাগল।