হলদিয়াতে বসেছে ক্ষুদিরাম মেলা।
ঐ দেখা যায় বড়ো নাগরদোলা।।
ছেলে মেয়ে চড়ছে ঘোড়ার পিঠে।
রেলগাড়িটা আসছে জোরে ছুটে।।
দেখছে কতো লোক সামনে গিয়ে।
বইয়ের দোকানে বই গুলো নিয়ে।।
আরো কতো দোকান খাচ্ছে ঘুগনি।
সাথে ভাজা তেলে ভাজা বেগুনি।।
আরো আছে আলোকমঞ্চ অনুষ্ঠান।
প্রতিযোগিতা নাটক নাচ আর গান।।
কতো যে লোক কতো দোকানদানী।
আছে নিত্যপ্রয়োজনীয় জিনিসখানি।।
পছন্দের যার যেটা ভালো লাগছে।
গিফট আর বই খাতা সব কিনছে।।