বিশ্বকবি তোমারে করি প্রণাম,
আজ সুপ্রভাতে ফুলমালা এনে
সুগন্ধ ধূপ জ্বেলে অঞ্জলি দিলাম।
আজ শতবর্ষ পরে তোমার গানে সুরে সুরে
সারা বাংলা সারা ভারত তোমায় খুঁজে।
শাখায় শাখায় আছো তুমি ফুলে ফুলে-
বৈশাখের পাকা ধানে সোনার খেত ফসলে।
কখনো বৃষ্টি বাদলে চাষা মাটির গন্ধে-
গান গাও বাংলার মাটিতে নাঙলের ফালে।
এই বিশ্বপ্রকৃতির প্রেমে অম্লান ঘ্রাণে
আজও তুমি অনিবার।