আকাশের নীলে ওড়ে গেল পাখি !
পাখিটা বড্ড পাজী ।
আমার নাম ধরে ডাকে আমাকে
আমি যখন ঘরে থাকি ।
পাখিটা খাঁচায় থাকত না
পাখিটা কথাই বলত না
আমি যতক্ষণ না বলি ।
আমার কথাতে কথা মিলাত
আমার সাথে সাথে ঘুরত
আমি যেদিকেই চলি।
পাখিটাকে আমি ভালোবাসি না
পাখিটা আমার কথা শুনে না
জানি পাখিটা ওড়ে যাবে ।
পাখিটাকে আমি ধরে রাখিনি
পাখিটাকে ওড়িয়েও দেইনি
পাখিটা থাকলে থাকবে ।
পাখিটা আজ ওড়ে গেল
পাখিটা কিছু বলে গেল
দূর আকাশের নীলিমায় ।
পাখিটা কেনো এসে ছিল
পাখিটা কী যে বলে গেল
আজ ভাবি নীরালায় !