তুমি আর আমি আছি
যেই ছিলাম সেই পুরনো
তবু ও কতকি বদলে গেছে জীবনে।
যেই গাছটা ছিল ফুলের ডালি সাজিয়ে
সেই ফুল গুলো আর নেই
ঝরে গেছে বসন্তের শেষে ভুবনে।।
আবার আসবে মুকুল ফোটবে ফুল
সেই গাছটা বসন্তের অপেক্ষায় থাকবে।
তুমি আমি হতে পারি নতুন
বসন্তের কোকিল যখন ডাকবে।।
ফুল নয় ভালোবাসা
নিয়ে আসুক জীবনে অফুরন্ত আশা,
বসন্তের একএকটি রং ঝড়ে পড়ুক
তোমার আমার জীবন জোয়ারে।
তুমি ভালো থাকবে আমার জন্য
আমি ও ভালো থাকব তোমার জন্য,
আমাদের প্রেমটা আবার ডানা মেলবে
সুনীল আকাশে নতুন বছরে নতুন করে।।