শোনালে কত গান ভরালে কত প্রাণ,
মানবের মাঝে সেই গীত ওঠে বেজে।
প্রেমের স্পর্শ দিয়ে গীতে সঙ্গীতে গানে,
জমিয়ে ছিলে যে জলসা স্বর্ণ ভুবনে।
সেই গীত আজ গায় তোমাকেই চায়,
তোমার গানের মধু কণ্ঠে জাগে শুধু।
পাশান পারা বুকে জাগে আবার দোলা,
গানের সুরে আনন্দে বন্ধ দ্বার খোলা।
সঙ্গীতে বাঁধে বন্ধন সুখ চিরন্তন,
সেই সুর সঙ্গীতে জেগে ওঠে স্পন্দিতে।
বীণার তারে সাত সুরে ঝংকার তোলে,
টুংটাং শব্দ বেরিয়ে আসে দুঃখকে ভুলে।
ক্লান্ত জীবনে একটু শান্তি সেই গানে,
গুন গুন করে কানে সুর ভাসে প্রাণে।