বাংলা কবিদের ৫০ জন
কবির ৫ টা করে কবিতা নিয়ে ২০১৭ সালে
কলকাতা বইমেলাতে
যৌথ উদ্যেগে একটি কাব্যগ্রন্থ প্রকাশ
করার সিন্ধান্ত নেওয়া হয়েছে। এই উপলক্ষে
আসরের সকল কবিদের মধ্য থেকে কবিতা
আহ্বান করা হচ্ছে।
বিস্তারিত
১। কবিতা কবির পছন্দ ভিত্তিক হলেই হবে ।
২।আসরের কবির কাছ থেকে ৫টা করে
কবিতা নেওয়া হবে। কবিতা গুলি অবশ্যই ৩৬
লাইনের মধ্যে হতে হবে।
৩। এক জন কবি ১০টা করে কবিতা জমা দিতে
পারবে।এবং কবিতা গুলোতে বানানে যতটুকু
সম্ভব শুদ্ধতা থাকতে হবে। কবি পরিচিতি জন্য
কবির নাম,
কবির পিতা-মাতার নাম ও ঠিকানা এবং কবির
শিক্ষা,কর্ম জীবন সংক্ষেপে লিখে পাঠাতে হবে।
কবির এক কপি কালার ফোট লাগবে .
৪। কবিতায় অশ্লীল শব্দ প্রয়োগ যেন না
থাকে।
৫। কবিতা গুলি অবশ্যই কবির স্বরচিত
হতে হবে।
৬।
পত্রিকা বা বইয়ে প্রকাশিত হয়েছে এমন কবিতা
হলে গ্রহণ যোগ্য হবে না।
৭। প্রথম ৫০ জন কবির কবিতা নেয়া হবে
মাত্র।আজকেই কবিতা পাঠাতে মেল করুন:-
milanbangakobitasangha@gmail.com
৮। কবিতা জমা দেওয়ার শেষ তারিখ আগামী
31/07/2016 তারিখ পর্যন্ত ।
৯। বই প্রকাশের যাবতীয় খরচ খরচা সব যৌথ
ভাবে বহন করা হবে। সেই ক্ষেত্রে
কবিদের কাছে অনুরোধ থাকবে, যে সকল কবিরা
কবিতা জমা দেবেন অন্তত ১০০০ টাকা করে
দিয়ে সাহায্য করবেন।
যাদের কবিতা মনোনীত হবে
তারাই কেবল টাকা পাঠাবে ।
বিক্রিত বই এর উপর অর্থ উপার্জিত হলে সেই
টাকা
দিয়ে আগামী বছর আবার নতুন বই প্রকাশ করা
হবে।
১০। কবির সেরা ৫টা কবিতা সহ আরো ৫টা
কবিতা পাঠাতে পারবে।
সেরা ৫টা কবিতার হেড লাইলে ★দিয়ে দিতে
কবিকে অনুরোধ করা হচ্ছে।
পরবর্তীতে নতুন আপডেট থাকলে তা
কবিদের
জানিয়ে দেওয়া হবে। বই টা যাতে সুন্দর ভাবে
প্রকাশিত হয় তার জন্য  সব কবিদের
আন্তরিকতা
কামনা করছি।
************************


মিলন বঙ্গ কবিতা সঙ্ঘের পক্ষ থেকে জানানো
যাচ্ছে যে আমাদের কলকাতা বইমেলা ২০১৭ তে
যে কাব্যসংকলন প্রকাশ করার পরিকল্পনা করা
হয়েছে তাতে যারা যারা লেখা পাঠিয়েছেন তাঁদের
কাছে একান্ত অনুরোধ তাঁরা যেন নিজ নিজ
জীবনপঞ্জী ( ছবিসহ ) তাড়াতাড়ি আমাদের ইমেল
ঠিকানায় জমা দেন । যাঁরা লেখা পাঠিয়েছেন তাঁরা
যেন আমাদের একাউন্টে ৮-১০ দিনের মধ্যে
১০০০ টাকা করে জমা দেন ।
লেখকতালিকা কিছু দিনের মধ্যেই প্রকাশ করা
হবে ।
" মিলন বঙ্গ কবিতা সঙ্ঘ "

1) Bank of Baroda :


A/C no - 32518100001254


A/C holder - Sudip Tantubay


IFSC Code - BARBOBANKUR


2) State Bank of India
a/c 34641270330
IFSC Code-SBIN0009891
SUKHENDU MAITY
LINK BRANCH-KUTIKONARPUR
BRANCH CODE-09891


Address : PN-229
POLENITE UTTARPARA
KRISHNAPUR SEC-V
BIDHANNAGAR
EAST 24 PGS NORTH KOLKATA 700102
WEST BANGAL
Mobile no +917818858061/ +919635263158