সুখ পিয়াসি মুসাফির, কতটুকু তৃষ্ণা তোমার
কতটুকু স্বর্গ-সুধা হলে ভরবে তোমার মন   !
চাই চাই করে কতই তো পেলে শতদ্বারে
তবু তুমি শ্রান্তিহীন ছুটে চলো কোন আশে   ?


হাবিয়া পৃথিবী জ্বলে অবিরত অগ্নিজ্বালে
নিঃশেষ করে যত আছে সুখ-স্বপ্ন-আশা
এরই মাঝে দেয় তোমায় যত পারে মন ভরে
তবু তুমি অপেক্ষায় থাকো চাতক বেশে  ।


'যার যত আছে আরো তত চায় সে'
এটাই প্রমাণিলে তুমি অবশেষে
যার কিচ্ছু নেই সে তো নীরব চেয়ে রয়
তুমিই শুধু হাত বাড়ালও ধরতে স্বর্গ সুখে ।


অতীত পিছনে ফেলে তুমি চলো উর্ধ্বপথে
যার যতটুকু ক্ষতি হয়ে যায় যাক
আমি চাই-আরো চাই বলে ছুটতে ছুটতে
তুমি শেষে পৌঁছেই গেলে কাঙ্খিত লক্ষ্যে   ।