( কাজী নজরুল ইসলাম স্মরণে )


অভিমানী দু'চোখে কি জিজ্ঞাসা তোমার  !


তোমার প্রেমিক মন খোঁপার কাঁটায় খোঁজে প্রেম
মুক্ত বিহঙ্গ মন তোমার বাঁধতে পারে না
ফুলশয্যা অথবা পূজারিনীর ভালবাসা
তুমি উড়ে চলো আকাশে-বাতাসে  ।
তুমি ছুটে চলো দুর্বার গতিতে বিষের বাঁশি সুরে
দুরন্ত পথিক হয়ে ছোটো কাঙ্খিত লক্ষ্যে
তোমার বক্ষ প'রে ভালবাসার মিছিল চলে
তবু তুমি অবিচল যোদ্ধা রণাঙ্গন প্রান্তরে  ।


তোমার শাণিত কলমের আঁচড়ে কথা কয় মানবতা
দুঃখকে জয় করে হয়ে ওঠো জাতির বিবেক
পৃথিবীর বুকে যত অনাচার-অবিচার
তুমি মুহূর্তে দূরে ঠেলো বিদ্রোহী হুঙ্কারে  ।
সৃষ্টি সুখের উল্লাসে মাতে সময়
ঘোষিত হয় সগৌরবে মানুষ মহীয়ান
তোমার সুরের ঐকতান আনন্দে তোলে ঢেউ
সুর পিয়াসি প্রেমিককুলের পোড়া অন্তরে  ।


তবে এখন নিশ্চুপ কেন বিদ্রোহী প্রেমিক  ?


তোমার ঝাঁকড়ানো চুলের ভাষায়
আর একবার ধ্বনি তোলো সাম্যের
তোমার গজল-গানে মানুষ ভুলে যাক হানাহানি
খুঁজে পাক সত্য-সুন্দর পথের দিশা ।


এ অসময়ে আর একবার বিদ্রোহ চাই তোমার  ।