থেমে যাক ইতিহাস,
থমকে যাক এ সময়
চিরটাকাল থেকে যাক শ্রাবণ,
মেঘের মলাটে মোড়া
অনর্গল কথা বলুক আমাদের ভালোলাগা
উদ্দাম উচ্ছাসে।
ভিজে জামরুলের গাছ চুঁয়ে
টুপটাপ জল - ঝরুক বেদনার মতো।
সোদা গন্ধে ম ম করে উঠুক
আমাদের হাসি কান্না - মনখারাপ
হৃদয় খোঁড়া ক্ষত
ঝড়ুক, ঝরে পড়ুক--
শ্রাবণের ধারার মতো।