ভুলে সবাই যায়
যে পাতা সবুজ জড়িয়ে মায়ায়, তার
ঝড়ে যাওয়া হলুদ মনে রাখেনা গাছ,
তারা খসার রাতে তারারা থেকে নিমগ্ন
আলেয়ার বাতি জ্বেলে।
কতটুকু মনে রাখে নদী
যে স্রোত মোহনায় মিশে সাগর হয়।
গোধুলির আলো মিলিয়ে রাত মনে রাখে না সে দিন।
কী করে মনে থাকবে চোরকাঁটা লাগা শাড়ির আঁচল
কাজের মাঝে দিন, প্রানহীন মুদ্রাসঙ্গম।


ভুলে সবাই যায় সময় মিলায় কালে
কল্পনাহীন এ পথ মিলাক হেমন্তের মিঠে রোদে
অবাধ আকাশের নীলে,
পাখিদের বহতা পাখায়
মায়াবি চেতন পার হয়ে যাক দীর্ঘ ইতিহাস।
হৃদয় সুড়ঙ্গে ধুনি জ্বেলে কথাটুকু থাক
সে ছিল, তবু সে ছিল।