আজ অমাবস্যা,
কালী পূজোর ভোগ খেয়ে ফিরছি
আমার সন্ধানী চোখ দুটো খুঁজে চলেছে অমাবস্যা
শহরে তো অমাবস্যা পূর্ণিমাকে দেখা যায় না
তারা তো শুধু পঞ্জিকার পাতায়।


চোখে পড়েছে অমাবস্যা,
ওই যে ফুটপাথে লাইন দিয়ে
বসে আছে কেউ বা শুয়ে
কেউ বা ধুঁকছে,......
বারোমেসে অমবস্যার দল!
শ্মশানের কাঁথা গায়ে
পরমানন্দে চেটে চলেছে
ফেলে দেওয়া উচ্ছিষ্টের পাতা।
কচি বাচ্চা দুটো কি কঁকিয়ে উঠলো?
পাতার ভাগ পায়নি বলে?
হবেও বা!
তারই মাঝে অমাবস্যার আতর মেখে
যুবতী বউটা সেরে নিল মিলন মেলার সুখ,
বুড়ো শ্বশুর পাশ ফিরে শোয়।


দেখলাম অমাবস্যার বাজারে সব  আছে,
শুধু পূর্ণিমাটা নেই।