মাঝবয়সটা কেন এত সমস্যার।?
উত্তর মেলে না-----
মনের দরজায় কড়া নাড়লে,সে বলে
"কর্তব্য দায়িত্ব তো শেষ, এখন
ধম্মো কম্মে মন দাও না বাপু "?
উত্তর টা সন্তোষজনক নয়.....


অনুভূতি বলে অন্যকথা
আসলে মাঝবয়সটা হল এক "শূণ্যতা"-
অর্থ, প্রতিপত্তি মান, যশ
হাজারো কাজের ব্যস্ততা, তবু....
তারই মাঝে এক " শূণ্যস্থান "
যেমন শাখাপ্রশাখায় ভরা বিরাট
মহীরুহুর বুকে "কোটর"?
"মাঝবয়সে" সমস্ত পরিপূর্ণতার মাঝেও
একটা "ফাঁক" যে ফাঁকে প্রতিনিয়ত
জমা হয় অভিমানের জলীয়বাষ্প,
একটু খোঁচা লাগলেই.....
অঝোর ধারায় বারিপাত
তোমরা যাকে বলো, "সেন্টিমেন্ট্যাল ফুল"।


যাই বল না বাপু "মাঝবয়সটা" বড় বিড়ম্বনার
সংসার ছেড়ে যাওয়াও যায় না,আবার---
প্রতি মুহূর্তে মনে হয়,এ সংসারে প্রয়োজন
ফুরিয়েছে কেউ তাকে চায় না....
ঘুরে ফিরে সেই "শূণ্যতা"।


যৌবনের চড়াই আর বার্ধ্যক্যের উৎরাই এর
মধ্যিখানে একটু খানি সমতল
"মাঝবয়সের শূণ্যতা".............