যেদিন প্রথম তোমায় দেখেছিলাম
প্রত্যাশিত সকালের উজ্জ্বল সূর্য
চোখে বিশ্বজয়ের স্বপ্ন...
প্রত্যয়ী ভাবনায় বলিষ্ঠ ঋজু
কিশলয় প্রেমের সুস্নিগ্ধ আবেগ
বিনম্র চাহনি...
তারপর?

তারপর তো এল পৌষমাস!
কত বসন্ত গেল ফিরে...
এত বছর পরে আজ আবার তোমায়
আবিষ্কার করলাম...
এখন তোমার ক্লান্ত বিকেল
চাওয়া পাওয়ার হিসেবের খাতাটা
কোথায় যেন হারিয়ে গেছে...
হতাশায় ক্লান্ত ন্যুব্জ-
ভিজে জবজবে প্রেমকে বাতাসে
উড়াতে উড়াতে...
মন্থর গতিতে হেঁটে চলেছো
জীবনকে গুটিয়ে নিয়েছো
হাঁটুর উপরে...

তোমার দুচোখের ঘোলাটে চাহনিতে
"অপ্রকাশিত বিষাদের গল্প"...