হঠাৎ হঠাৎ বদলে যাচ্ছে সবকিছু
সব সম্পর্কগুলোও....
চেনা মানুষগুলো কেমন যেন ফ্যাকাশে
অদ্ভূত অচেনা...
মরা মাছের চোখের মতো স্থির নিস্প্রান দৃষ্টি
ফ্যালফ্যাল করে চায়....
কথা বলে যেন অন্য গ্রহের প্রানী!


এগিয়ে চলে শ্লথ গতিতে কেউ
কেউ বা কুঁজো হয়ে ধুঁকে ধুঁকে...
কারোর বা চলায় না ছন্দ
চলতে হয় তাই চলা...
কেনএ বদলে যাওয়া?


তরুন তরুনী যুবা কিশোর কারো
মাঝে নেই সে চাপল্য সে উচ্ছ্বাস!
চাপা ফিসফাস ক্লান্ত
হতাশার গুঞ্জন...
ওরা কি স্বপ্ন দেখে না
যেমনটি আমরা দেখতাম!
নাকি এখন স্বপ্ন দেখাও মানা?
কেন এ বদলে যাওয়া?


পায়ে পায়ে হেঁটে যাই শিশু উদ্যানে
ওরা জানে না এখনও জীবনের মানে
ওদের কলকল কথা আর খলখল হাসিতে
প্রান ফিরে পাই...
ভাবি সব কিছু বদলায়নি তোএখনও?
কিছু আছে বাকি....


দিন শেষ শুরু হয় জীবনের
ক্লান্ত পথচলা..
মন বলে চল না খুঁজে আনি
সেই শিশুবেলা?
         -----------
শুক্লা সান্যাল  (১৫/৬/১৫)