মরা গাছে পানি ঢেলে কি
মানুষ বাঁচানো যায়?
তুমি বরং তোমার বারান্দার জীবিত গাছে
পানি ঢেলে ফুল ফোটাও, ফুল বাঁচাও।
সে ফুলের সুবাস বিক্রি করে রোজকার
হাসি হেসে দিন-রাত্রি যাপন করো।
আর সেই হাসি দেখুক কিছু মানবজন্তু,
যারা তোমাকে ঘিরে তৈলমর্দন করে।
সেই তৈলে তুমি আরো তৈলাক্ত হও।