ততক্ষনে পৃথিবী তার আপন কক্ষপথে,
অনেকটাই অতিক্রম করেছে।
সময় কেটে গেছে অনেক,
ব্যস্ত বিকেলের চিৎকারে,
অবশেষে সন্ধ্যা নেমেছে।
একসময় অভিমানের রাত নেমে আসে,
স্বপ্ন ভাঙার শহরে।
ইট পাথরের শহরও ক্লান্ত হয়ে ঘুমোতে যায়,
সকালে ফেরার আশ্বাসে।