আমিই যদি লেনিনকে ভালোবাসা
শেষ কবি হই,
তবে আমার কবিতায়
সমাজতন্ত্র মুক্তি পাবে।
আমার বেদনারা মুক্তি পাবে,
আমার মানুষেরা মুক্তি পাবে,
আমার রক্ত শোষণের দামে বিক্রি হবেনা,
আমার কবিতায় পুঁজিরা নিহত হবে,
আমিই যদি লেনিনকে ভালোবাসা
শেষ কবি হই,
তবে আমার কবিতায়
সাম্যবাদ মুক্তি পাবে,
বিপ্লব দীর্ঘজীবী হবে।