ফিদেল আমি তোমার অভাব বোধ করছি।
ডিসেম্বর থেকে ডিসেম্বরে,
তুমি মুক্তি খুঁজেছিলে।
তুমি তোমার মানুষকে আগলে রাখতে।
তুমিইতো তাদের ত্রাণকর্তা ছিলে।
'হয় সাম্যবাদ নয় মৃত্য' মন্ত্র
তোমার কাছেই শেখা।
ফিদেল আমি তোমার অভাব বোধ করছি।