কিছু শব্দ এলোমেলো হয়ে ছুটে বেড়াচেছ
পথ খুজে ফিরছে ভুল পথে
ভাষা হতে চাইছে কোনো মুখে
যা শুনে মুগ্ধ হবে কারো শ্রবণ ইন্দ্রিয়।


কিছু শব্দ ছটফট করছে মুক্তির সাদ আসসাদনে
দেয়ালে দেয়ালে খুজে ফিরছে মুক্তির দরজা
বন্ধ কপাটে করাঘাত করে বলছে
ছেড়ে দাও, একটি বারের মত বের হতে দাও
একটি বার ভাষা হয়ে না হয় ফিরে আসব।


কিন্তু


ওরা জানেনা সব শব্দের ভাষা হওয়ার অধিকার নেই।
ওরা জানেনা সব  শব্দ আকাশের বুকে প্রতিধ্বনিত হয়না,
মুখ থুবড়ে পড়ে থাকে অন্ধকার মনের ঘরে
তারপর একদিন ফিকে হয়ে আসে রং,
হারিয়ে ফেলে সব শক্তি,
মলিন হতে হতে বিলিন হয়ে যায় ওখানেই
মুক্তির অপেক্ষায় থাকতে থাকতে।


ভাষা বড় অসহায়
বড় দুঃখী।